Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ভূমি অফিস

 আধাপাকা টিনসেড

ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার বিষয়ে সেবা দানকারী প্রতিষ্ঠান হল সিঙ্গাশোলপুর ইউনিয়ন ভূমি অফিস । জরিপে প্রনীত রেকর্ড চুড়ান্ত হওয়ার পর এর ভিত্তিতে কর নির্ধারণ ও আদায় এবং পুনরায় জরিপ না হওয়া পর্যন্ত ইহা সংরক্ষণ ও সংশোধন, সরকারী সম্পত্তির সার্বিক ব্যবস্থাপনা সহ কৃষি ও অকৃষি খাস জমি ব্যবস্থাপনা, ভিপি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, হাটবাজার সহ সায়রাত মহল দেখাশুনা, সংশ্লিষ্ট দেওয়ানী মামলা পরিচালনা, ভূমি উন্নয়ন করের পাওনা আদায়ে সার্টিফিকেট মামলা পরিচালনায় সহায়তা দানে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও এম,এল,এস,এস সহ মোট-০৩জন কর্মকর্তা ও কর্মচারী এই প্রতিষ্ঠানে সেবা দান কার্যক্রমে নিয়োজিত রয়েছে। বাবরা-হাচলা ইউনিয়ন ভূমি অফিসটি শুক্তগ্রাম মৌজা,খ:নং-১, দাগ নং-১৫৫২ ো ১৫৪৫,জমি ৪.৬৫ একর জমির উপর অবস্থিত। ভুমি বিষয়ক জরুরী যোগাযোগে ডায়াল করুন: ০১৯১৬৫৬৮৩২৭ নম্বরে।

    কী সেবা কীভাবে পাবেন
    প্রদেয় সেবাসমুহের তালিকা
    সিটিজেন চার্টার
    সাধারণ তথ্য
    সাংগঠনিক কাঠামো
    কর্মকর্তাবৃন্দ
    তথ্য প্রদানকারী কর্মকর্তা
    কর্মচারীবৃন্দ
    বিজ্ঞপ্তি
    ডাউনলোড
    আইন ও সার্কুলার
    ফটোগ্যালারি
    প্রকল্পসমূহ
    যোগাযোগ

কী সেবা কীভাবে পাবেন

মিউটেশন (নামজারী) জমা ভাগ ও জমা একত্রিকরন সংক্রান্ত নিয়মাবলী

মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাসত্ম দাখিল করতে হবে। মিউটেশনের আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে।

(ক) প্রযোজ্য ক্ষেত্রেঃ  ১। ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলের কপি। ২। ওয়ারিশ সনদপত্র  ৩। হেবা দলিলের কপি এবং সকল রেকর্ড বা পর্চা খতিয়ানের সার্টি ফাইড কপি। ৪। সর্বশেষ জরিপের পর থেকে বায়া /পিট দলিল এর সার্টি ফাইড/ফটোকপি ৫। ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা । ৬। তফফিল বর্ণিত চৌহদ্দিসহ কলমি নকসা ০১ কপি।

(খ) মিউটেশনের খরচঃ

(ক) আবেদন বাবদ কোর্ট ফি = ৫/- (পাঁচ টাকা)

(খ) নোটিশ জারী ফি = ২/- (দুই টাকা) (অনাধিক ৪ জনের জন্য) চার জনের অধিক প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসাবে আদায় করা হবে।

(গ) রেকর্ড সংশোধন ফি = ২০০/- (দুইশত) টাকা।

(ঘ) প্রতিকপি মিউটেশন খতিয়ান ফি = ৪৩/- (তেতালি­শ) টাকা।

সর্বমোট= ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা + চার জনের অধিক হলে নোটিশ জারী ফি প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসেবে আদায় করা হবে।

বিঃদ্রঃ দরখাস্ত জমা দেওয়ার দিন থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে মিউটেশন কেস নিষ্পত্তি না হলে এবং উলে­খিত খরচের অতিরিক্ত ফি কেউ দাবী করলে সহকারী কমিশনার (ভূমি)/ উপজেলা নির্বাহী অফিসার/রেভিনিউ ডেপুটি কালেক্টর/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অথবা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করুন।