Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র

পরিবার পরিকল্পনা কেন্দ্র

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধীদপ্তরের অধীন ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বাবরা-হাচলা ইউনিয়নে একজন মেডিকেল অফিসারসহ মোট চারজন কর্মী নিয়ে এই কার্যালয়ের সেবা প্রদান করে যাচ্ছে।এই প্রতিষ্ঠান থেকে মা ও শিশু স্বাস্থ্যসেবা গর্ভবতী মায়ের চিকিৎসা সেবাসহ পরিবার পরিকল্পনা বিষয়ে সকল সেবা প্রদান করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠান থেকে শুত্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত সকাল ৮.০০ থেকে ২.৩০ টা পর্যন্ত উল্লেখিত সেবা গ্রহনের সূযোগ রয়েছে। স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে কেবা গ্রহনের প্রয়োজনে সরাসরি এসে বা ০১৯২০৬৯০৫০৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

    কী সেবা কীভাবে পাবেন
    প্রদেয় সেবাসমুহের তালিকা
    সিটিজেন চার্টার
    সাধারণ তথ্য
    সাংগঠনিক কাঠামো
    কর্মকর্তাবৃন্দ
    তথ্য প্রদানকারী কর্মকর্তা
    কর্মচারীবৃন্দ
    বিজ্ঞপ্তি
    ডাউনলোড
    আইন ও সার্কুলার
    ফটোগ্যালারি
    প্রকল্পসমূহ
    যোগাযোগ

কী সেবা কীভাবে পাবেন

পরিবার পরিকল্পনা

এই প্রতিষ্ঠান থেকে শুত্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত সকাল ৮.০০ থেকে ২.৩০ টা পর্যন্ত নিম্নের  সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হয়।

০১. গর্ভ কালীন, প্রসব কালীন ও প্রসবভিত্তিক সেবা।

০২. মাসিক নিয়মিত করন (এম,আর ) সেবা।

০৩. নবজাতক ও ৫ বৎসর বয়স পর্যন্ত সেবা।

০৪. শিশুদের বি.সি.জি.ডি.পিটি হামের ও পোলিও টিকা দেওয়া হয়।

০৫. মহিলাদের ধনুষ্টংকারের টিকা।

০৬. কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ।

০৭. শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্প।

০৮. মা ও শিশুদের পুষ্টি সম্পকে পরামর্শ।

০৯. প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রদান ।

১০.ডায়ারিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

১১জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহীতাদের পার্শ্ব প্রতিক্রিয়ার চিকিৎসা ও পরামর্শ।

উপরোক্ত সেবা  পেতে সরাসরি কেন্দ্রে এসে বা ০১৭৪৭৮১৬৩৭৫ নম্বরে ফোন করতে পারেন।